terça-feira, 31 de janeiro de 2012

মার্কিন ডলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্কিন ডলার
১$ কয়েন ফেডারেল রিজার্ভ নোট
১$ কয়েন ফেডারেল রিজার্ভ নোট
ISO 4217 Code USD
ব্যবহারকারী (সমূহ) মার্কিন যুক্তরাষ্ট্র এর পতাকা United States
 Panama
 Ecuador
উপ একক
1/10 ডাইম(Dime)
1/100 সেন্ট(Cent)
1/1000 মিল(Mill)
ব্যাঙ্কনোট
বহুল ব্যবহৃত ১$, ৫$, ১০$10]], ২০$, ৫০$, ১০০$
স্বল্প ব্যবহৃত ২$


জর্জ ওয়াশিংটনের ছবি যুক্ত ১ ডলারের নোট
ইউনাইটেড স্টেট্‌স ডলার বা ইউ এস ডলার (মুদ্রা কোড: USD) হল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী মুদ্রার নাম। এর কাগুজে নোটের নকশা অনুযায়ী এক 'গ্রীন বাক' হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। এর সাংকেতিক চিহ্ন $, তবে অন্যান্য দেশের ডলার নামক মুদ্রা থেকে আলাদা করার জন্য একে US$ও লেখা হয়। এর এ শতাংশের নাম সেন্ট। সুতরাং ১ ডলার ১০০ সেন্ট এর সমতূল্য।

[সম্পাদনা] ইতিহাস

মার্কিন কংগ্রেস ১৭৮৫ খ্রীস্টাব্দে এটি চালু করে।

[সম্পাদনা] আন্তর্জাতিক ভূমিকা

এটি বর্তমানে বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কিছু দেশ ডলারকে সরকারী মুদ্রা হিসাবে ব্যবহার করে। মার্কিন ডলারের আন্তর্জাতিক ব্যবহার দ্বিবিধ। প্রথমতঃ এটি আন্তর্জাতিক দেনা-পাওনা মেটানোর মুদ্রা। দ্বিতীয়তঃ এটি বহুল প্রচলিত একটি রিজার্ভ কারেন্সী। তবে ইউরো প্রচলনের পর থেকে মার্কিন ডলারের ভূমিকা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। ১৯৯৫ খ্রীস্টাব্দের হিসাব অনুযায়ী বাজারে $৩৮০ বিলিয়ন (৩৮ হাজার কোটি) ডলার চালু আছে, যার দুই-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের বাইরে চালু। ২০০৫ খ্রীস্টাব্দ নাগাদ এর পরিমাণ দ্বিগুন হয়ে $৭৬০ বিলিয়নে (৭৬ হাজার কোটি) পৌছেছে। এর অর্ধেকই রয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে।

Nenhum comentário:

Postar um comentário